প্রত্যন্ত অঞ্চলে জ্ঞানের আলো ছড়াচ্ছে ‘পদ্মা গ্রন্থাগার’

প্রত্যন্ত অঞ্চলে জ্ঞানের আলো ছড়াচ্ছে ‘পদ্মা গ্রন্থাগার’

রবিউল এহ্সান রিপন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বার্তা২৪.কম
ঠাকুরগাঁও

জ্ঞানার্জনে বইয়ের বিকল্প নেই। মনের খোরাক মেটাতে আমরা বই পড়ি। এজন্য চাই অনেক বই, হরেক বইয়ের সমাহার। সে সঙ্গে চাই নিরিবিলি পরিবেশ। বিষয়গুলোর সম্মিলন যেন ঠাকুরগাঁও সদর উপজেলার ‘পদ্মা গ্রন্থাগারটি’। প্রত্যন্ত গ্রামাঞ্চলে ‘পদ্মা গ্রন্থাগারে’ নিয়মিত সকল বয়সীদের বই পড়া দেখে অভিভূত সবাই।

আমাদের দেশের গ্রামাঞ্চলে গ্রন্থাগারের সংখ্যা অপ্রতুল। প্রত্যন্ত এলাকায় গ্রন্থাগার নেই বললেই চলে। পাঠ্যপুস্তকের বাইরের বই সম্পর্কে গ্রামাঞ্চলের শিশু-কিশোদের তেমন কোনো ধারণা নেই। এ সমস্যা থেকে উত্তরণে শিশু-কিশোরদের হাতে বই তুলে দিতে সদর উপজেলার বাসুদেবপুর গ্রামে গড়ে উঠেছে ‘পদ্মা গ্রন্থাগার’।

জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের গ্রামটি বাংলাদেশের অন্য আর সব গ্রামের মতোই। যে কিশোর-কিশোরীরা সারা দিন অন্য সব খেলাধুলা বা মোবাইলে বুঁদ হয়ে থাকত, তারা এখন সুযোগ পেলেই ঢু মারে এই পাঠাগারে। শিশুদের কাছেও এ পাঠাগার অন্যতম পছন্দের জায়গা।

Read the full report below:

https://barta24.com/details/national/179896/padma-library-spreading-light-knowledge-remote-areas?fbclid=IwAR0rCgjq0m5WrOiN-MF7djK7XlcrD90m9Ja6qaVTFiJC-hpMEPLA8g1B610

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *