প্রকাশনার সময়: ১১ জুন ২০২৩, ১২:১৮
ঠাকুরগাঁও সদর উপজেলার বাসুদেবপুর গ্রাম। গ্রামে গড়ে উঠেছে পদ্মা গ্রন্থাগার। এই গ্রন্থাগার শিক্ষা ও সভ্যতার আলো ছড়াচ্ছে গ্রামাঞ্চলে।
জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এ গ্রামটি বাংলাদেশের অন্য আর সব গ্রামের মতোই। যে কিশোর-কিশোরীরা সারা দিন অন্য সব খেলাধুলা বা মোবাইলে বুঁদ থাকত, তারা এখন সুযোগ পেলেই ঢু মারে এই পাঠাগারে। শিশুদের কাছেও এ পাঠাগার অন্যতম পছন্দের জায়গা।
Read the Full news:
https://www.nayashatabdi24.com/on-the-way-to-the-century/128579